চলছে সামাজিক রাজনৈতিক অস্থিরতা;
কর্মসংস্থানের চরম অপ্রতুলতা।
উচ্চশিক্ষিত বেকার অভিশপ্ত জীবন;
ভয় লজ্জা সঙ্কোচ নিজেরে রাখে গোপন।
বইতে অক্ষম জীবনের ভার;
পরিবারে কটু কথা শুনতে হয় বারবার।
পড়শি মহল্লা সবাই বাঁকা চোখে চায়;
অসহায় অনিশ্চিত জীবন কোথাবে লুকায়!

বাধ্য হয়ে তাই পরিত্যাগ করে দেশের মায়া;
বিদেশ বিভুঁইয়ে খুঁজে স্বপ্ন ছায়া।
কঠিন ঝুঁকি নিয়ে সাগর পথে দেয় পারি;
সিদ্ধান্ত নেয় আর কখনোই ফিরবে না বাড়ি।
সচ্ছল পরিবারের সন্তান যারা;
বিদেশে পড়তে যেতে এক পায়ে খাড়া।
আরো যারা মেধাবী তারাও নেয় বিদায়;
উচ্চশিক্ষা নিতে স্বপ্নের দেশে পাড়ি জমায়।

শিক্ষাটা বাহনা খোঁজে জীবনের নিরাপত্তা;
নিশ্চিত জীবন তরে বিকায় নিজ সত্তা।
দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে কাটায় জীবন;
তবুও তো হয় পরিবারের উন্নয়ন।
ভবিষ্যৎ প্রজন্ম থাকবে দুধে ভাতে;
একটু না হয় কষ্ট হলো ক্ষতি কি তাতে?
মেধাবীরা অন্য দেশে রাখছে অবদান;
আমরা শুধু গেয়ে যাই দেশের ব্যর্থতার গান।

ব্রেন হচ্ছে ড্রেন ফেরেনা কর্তাদের চেতনা;
নিজেদের আখের নিয়ে তাদের ভাবনা।
গড়ছে সবাই টাকার পাহাড়;
উপযুক্ত কর্মসংস্থানের নিচ্ছে না ভার।
ধীরে ধীরে দেশটা হচ্ছে মেধা শূন্য;
কর্তাদের মনের আশা ক্রমে হচ্ছে কি পূর্ণ?
দেশে যদি না থাকে মেধাবী মানুষ;
চলবে বাধাহীন লুট উড়াবে রঙিন ফানুস।
তারিখ: ১৫-১০-২০২৪ ইং;