সুখগুলো কোথায় যেন হারিয়ে গেছে,
খুঁজে পাইনা বাতাসে।
দুঃখের বাক্সটা দারুন সুরক্ষিত,
হানা দেয় প্রতি নিঃশ্বাসে।
কৈশোর যৌবনের সুখগুলো যদি,
বাক্সে জমিয়ে রাখা যেত।
এই বৃদ্ধ বয়সে জীবনটা আমাদের,
হত না আর তেমন তেতো।
দুঃখের স্মৃতিরা বড়ই অসভ্য বেয়ারা,
সুযোগ পেলেই হয় সোচ্চার।
সুখের বাক্স খুলে তখন দিতেম ছেড়ে;
দুঃখদের করত পাগার পার।
সুখের ভয়ে দুঃখরা থাকতো অস্থির,
করত না কখনো ভিড়।
করতো যদি তারা বেশি বাড়াবাড়ি,
ছুড়ে দিতাম সুখের তীর।
আনন্দ হাসি গানে থাকতো ভরে,
মানুষের সারাটা জীবন।
সুখের ছোঁয়ায় উঠতো ভরে মন;
আনন্দে মুখরিত হত ভুবন।
তারিখ: ১৪-১২-২০২৪ ইং;