ছাগল নাচে হাতির পিঠে;
নিমের পাতা বেজায় মিটে।
গলা ছেড়ে গাধা করে গান;
পৌষে নদীতে নামে বান।
কুমির নাচে তাধিন তাধিন;
আরশোলাতে বাজায় বীণ।
টিকটিকিতে গিটার বাজায়;
কসাই খানায় বউ সাজায়।

বলদের হল উড়তে খায়েশ;
মিষ্টি ছাড়াই রাঁধছে পায়েস।
ছাত্র ধরছে শিক্ষকের ঘাড়;
পড়া ছেড়ে বানায় আচার।
বাঘের বাচ্চা খায় কচি ঘাস;
গভীর অরণ্যে রাজার বাস।
কথায় কথায় দেখায় ভীতি;
উল্টো দেশের পাল্টা নীতি।
তারিখ: ০৮-০৩-২০২৫ ইং;