তাকে রুখবে সাধ্য আছে কার?
সে এসে হানা দেয় বারবার।
এক অনাহুত অতিথি;
সে দুর্বিনীত মানে না রীতিনীতি।
শোনে না বারণ মানে না মানা;
সময়ে অসময়ে এসে দেয় হানা।

তার নেই কোন হৃদয় নেই মন;
বড়ই নিষ্ঠুর সে জন।
নবজাতকও থাকে না নিরাপদ;
আত্মার আত্মীয় তার বিপদ।
পায় না নিষ্কৃতি টগবগে তরুণ;
তার বাঁশির সুর সর্বদা সকরুণ।

মানুষ ব্যথায় যখন ফেলে অশ্রু;
তখন সে তাকায় পাকিয়ে ভ্রু।
প্রিয় হারার ব্যথায় মানুষ বিমর্ষ;
এ জগতে নহে কেহ তার মত দুর্ধর্ষ।
দুঃখ ব্যথায় হয় না কাহিল;
ত্রিভুবনে সার্থক নাম আজরাইল।
তারিখ: ০৭-১০-২০২৪ ইং;