রাধার কুঞ্জে শ্যামের হল আগমন;
উল্লাসিত আজি রাধা রানীর মন।
রাধার কুঞ্জে শ্যামের হল আগমন;
উল্লাসিত আজি রাধা রানীর মন।
সখিরা সাজালো ফুলের বাসর;
লাজে রাঙ্গা হলো রাধিকার অধর।
ফুলে ফুলে ভরা দেহ কপালে চন্দন;
চঞ্চলা রাধার মন বড়ই উচাটন।
রাধার কুঞ্জে শ্যামের হল আগমন;
উল্লাসিত আজি রাধা রানীর মন।
গানে গানে মুখরিত কুঞ্জখানা;
উল্লাসে হাসে সবাই নেই মানা।
থরে থরে সাজানো নানা আয়োজন;
উচ্ছাস কেমনে করবে গোপন?
রাধার কুঞ্জে শ্যামের হল আগমন;
উল্লাসিত আজি রাধা রানীর মন।
সুখ বলে শারি এসো মোর বাড়ি;
নানা ব্যাঞ্জনায় ভরিয়ে দেবো হাড়ি।
শ্যামের সোহাগে রাধার দেহ মন;
মুহূর্ত করে ওঠে চনমন।
রাধার কুঞ্জে শ্যামের হল আগমন;
উল্লাসিত আজি রাধা রানীর মন।
তারিখ: ২০-১১-২০২৪ ইং;