মৃত্যু অনিবার্য কথাটি সবার আছে জানা;
আজ অথবা কাল সবার একই ঠিকানা;
তবুও তো মানুষের ফিরে না হুশ;
কথায় কথায় অন্যকে মারে ঢুস।
গড়ে তোলে সম্পদের বিশাল পাহাড়;
নিয়মিত চালিয়ে যায় অন্যায় অবিচার।
পুকুর চোর চাটুয্য বিদ্যায় মহা পারদর্শী;
লেকচার দিয়ে চলেন অগ্নিবর্ষি।
কথায় বলেন দেশটা দেবে ভরে সোনায়;
দেশের মাটিতে হবে না কোন অন্যায়।
দুদিন না যেতেই ধরা দেয় আসল রূপ;
লুটের ধান্দায় ঘুরতে থাকে ভাবে সব ব্যকুব।
খেটে খাওয়া মানুষ করে না কোন অন্যায়;
তাদের ভাগ্যলিপি শুধুই পরাজয়।
তথাকথিত শিক্ষিতরাই এ যুগে লুটেরা;
ফসল খাচ্ছে এখন ক্ষেতের বেড়া।
এ যুগে শিক্ষায় হয় না বুঝি চরিত্র গঠন;
শিক্ষা দেখায় পথ কেমনে করবে লুণ্ঠন!
তাই যদি হয় এ শিক্ষার আছে কি দরকার?
বিতাড়িত কর শিক্ষিত মানুষের সরকার।
ভেঙ্গে ফেলো দেশের সব বিদ্যায়তন;
এসব জায়গায় সৃষ্টি করো ঘনবন।
না হোক কিছু বন্ধ হবে কার্বন নিঃসরণ?
তাতে হয়তো কমবে কিছু মানুষের মরণ।
ছাত্র যদি ধরতে পারে শিক্ষকের কলার;
সেই ছাত্রকে আছে কী কিছু বলার?
দোষটা তো আমাদের শিক্ষা ব্যবস্থার;
শিক্ষার পরিবর্তে শিক্ষক দলে হয় ব্যবহার।
চিকিৎসা দরকার রুগ্ন শিক্ষা ব্যবস্থার;
তবেই আগামীতে জাতি পেতে পারে উদ্ধার।
তারিখ:১৮-০৯-২০২৪ ইং;