পেশাদার খুনির কাঁপে না হাত করতে খুন।
এটা তার পেশা এ কাজে সে নিপুন।
তারা চা সিঙ্গারা মদ খায়;
অনায়াসে মৃত্যুযাত্রীর গলায় অস্ত্র চালায়।
আর নারকীয় উল্লাসে হাসে;
ক্ষমতার মদমদ্যতায় স্বর্গীয় আনন্দে ভাসে।  

ভার্সিটির মেধাবী ছাত্র হত্যা করে কেমনে?  
দয়া মায়া কী কিছুই নেই তাদের মনে?
বর্তমান শিক্ষা কি মানবতা পরিপন্থী;
নাকি তারা অন্যায়ের সাথে করেছে সন্ধি।
ভারসাম্যহীন তোফাজ্জলের কি দোষ;
মেধাবীরা কেন তার ওপর করেছিল ফোস।

অপাত্রে ক্ষমতা দান মানবতার অপমান;
ভালো-মন্দ কেউ পায় না পরিত্রাণ।
ক্ষমতার অপব্যবহারে চলে দুঃশ্বাসন।
করে ধ্বংসের বীজ বপন নষ্ট জীবন।  
চারদিকে উথলি ওঠে ক্রন্দন;
ধ্বংসযজ্ঞ চলে শিথিল হৃদয়ের বন্ধন।  

বলি, সাধু সময়ে থাকতে হও সাবধান;
শক্ত হাতে লাগাম ধরে দাও টান।
কে কার এজেন্ডা করছে বাস্তবায়ন;
বোঝার জন্য দরকার তৃতীয় নয়ন।  
সুবিধা নিয়ে সবাই দিবে ছুড়ে;
শত চেষ্টায়ও পারবে না দাঁড়াতে ঘুরে।
তারিখ: ২০-০৯-২০২৪ ইং;