ব্যস্ত জীবন সময় নেই চলছে ইঁদুর দৌড়;
হন্যে হয়ে খুঁজি পাইনে সোনার গৌড়।  
শৈশব কৈশোর হারিয়ে গেল কোথায়;
খবর রাখতে পারে না পিতা-মাতায়।
পরিবারে পায় না খুঁজে আদর শাসন;
নিজ উদ্যোগে চলে বোঝেনা আপন ওজন।

ঘুরে ফিরে রাস্তার মোর চায়ের দোকানে;
নির্লজ্জ দৃষ্টিতে তাকায় মেয়েদের পানে।
চলনে বলনে আচরণে শৃঙ্খলার অভাব;
ওঠেনা গড়ে আদর্শ স্বভাব।
সমাজে বিরোধী তকমা লাগে গায়;
অমিতো সম্ভাবনার দ্বার রুদ্ধ হয়ে যায়।  

একটুখানি আদর শাসন একটু ভালোবাসা;
জাগিয়া তুলতে পারতো হৃদয়ে আশা।
সম্ভাবনার দ্বার হতে পারতো উন্মুক্ত;
রাষ্ট্রসমাজ দেশ গঠনে হতে পারতো যুক্ত।
পিতা-মাতা শিক্ষক সমাজের অবহেলা;
সম্ভাবনাময় মানুষ হল শয়তানের চেলা।  
তারিখ: ২৪-১২-২০২৪ ইং;