ভাগ্যের নির্মম পরিহাস আজব দেশে বাস;
বিশুদ্ধ বাতাস নেই কেমনে নিব নিঃশ্বাস।
কারো দখলে কোটি কোটি টাকা;
কারো পকেট একেবারেই ফাঁকা।
জীবনটা একদম মরুভূমি পাই না উচ্ছ্বাস।

ক্ষমতার রশি যখন যার দখলে চলে যায়;
মহাকাব্য লেখার লোকের অভাব কোথায়?
অনাচার অবিচার সব জায়েজ;
ইচ্ছে মতো মিটায় নিজ খায়েশ।
তাদের দেখে দেবতাও বলে উঠে হায় হায়।

গাড়ি বাড়ি নারী তারা সবকিছুর দখলদার;
অন্য দল পারে না বইতে জীবনটার ভার।
অন্ন চিন্তায় সদা রহে অস্থির;  
কাঁথা কম্বল নেই শীতে স্থবির।
উন্নয়ন নাই জনতার পরিবর্তন বারবার।

রাজ স্নেহধন্য হলে বারো মাসেই পৌষ মাস;
পকেটটা বেজায় গরম থাকে দারুন উচ্ছ্বাস।  
শোষক শোষিতে দ্বিধাবিভক্ত জাতি;
দরিদ্রের ভাগ্যে জোটে না বাতি।
ঘোচেনা অভাব শুধু চলে বারবার আশ্বাস।
তারিখ: ২৪-১২-২০২৪ ইং;