তোমার কাছাকাছি গেলে বুনোফুলের মতো
অবলীলায় আবিস্কার করি প্রেমের নবীন কবিতা,
মহাকাব্য নির্মাণও জলভাত ছাড়া কিছুই না।
তোমার নিয়মিত সমুদ্রস্নান কৌতূহলবর্ধক।
যেকোনো থ্রিলার সিনেমার ভয়ানক দৃশ্যের মতো
অকারণে আদর্শবান প্রেমিকের দুশ্চিন্তা বাড়ায়।
তোমার চোখের ভাষা কবিসাহিত্যিক দ্বারা স্বীকৃত।
সুতরাং তোমাকে ছাড়া বাংলা সাহিত্য অচল;
উদাসীন কবির শ্রেষ্ঠ কবিতাও অলংকারশূন্য।
তোমার কোমরের ভাঁজে ভাঁজে বাঙলার
নদী-উপনদী
যেন ঢেউয়ের আঁচড়ে আঁকা নদীমাতৃক সভ্যতা।
সুন্দরবন অথবা পাহাড়ি বনাঞ্চলের সাদৃশ্য
তোমার আকীর্ণ বুকের ওপর—
ঢেউখেলানো উপত্যকা, অধিত্যকা।
বঙ্গোপসাগরের উত্তাল জলোচ্ছ্বাস
তোমার সুচারু হাসির ফোয়ারার কাছে অনুত্তীর্ণ
জলকণিকা ছাড়া কিছুই না।
তুমি গোলাপের পাপড়ির চেয়েও লাবণ্য।
তুমি সমৃদ্ধ সাহিত্য ও শিল্পকলার প্রারম্ভিক উৎস।
তুমি অখণ্ড মানচিত্রের কালোত্তীর্ণ শ্রেষ্ঠ কবিতা।
০৭.০৬.২০২৩