কবিতার পাশে হাঁটু মোড়ে বসে থেকো না,
তোমার রূপ-লাবণ্যের কাছে কবিতার সমস্ত উপমা
দুইচার-টাকার নোটের মতো নাথিং বিষয়।

তোমার কুসুমাস্তীর্ণ ঠোঁটের নরোম পরদা-
যুগল স্তনের অপার্থিব কারুকার্যের কাছে আমার
সমৃদ্ধ শব্দগুচ্ছও ব্ল্যাকআউটের রাত্রির মতো
একেবারেই নিষ্প্রভ আর নিরামিষ মনেহয়।

কবিতার পাশে হাঁটু মোড়ে বসে থেকো না।
কবিতার যাবতীয় কাব্যালংকার, নিখুঁত শিল্পশৈলী
তোমার ঐশ্বর্যের কাছে খুব সস্তা সাধারণ।

অনন্যা,
তোমার সৌন্দর্যের কাছেও জোছনার
ভাস্বর আলো; বিন্দুবিসর্গের মতো নগণ্য,
খুব সামান্য কিছু মনেহয়।
১৭.০৫.২০২৩