তোমার অবহেলা পেলে আমি
রাতারাতি হতে পারি
দার্শনিক ধীমান, ইউরোপীয়
সাহিত্যের সমৃদ্ধ কবিতারা
বাংলা কবিতার শিল্পশৈলী থেকে
কিছুটা পিছিয়ে
থাকবে। সেটা কেবল তোমার
অবহেলা পেলেই সম্ভব।
আমার বাগানে একটি গাছও
থাকবে না ফুল বিহীন,
বৃষ্টিবিহীন থাকবে না কোনো
অনুর্বর ভূ-খণ্ড
জনপদ।
নদীর কাছে হাত বাড়ালে
পেতে পারি গীতিকবিতার
বিয়োগাত্মক শ্লোক।
তোমার অবহেলা পেলে
আমার জন্য আর থাকবে না
আদিগন্তের সীমারেখা,
জোছনার কাছে আমূলে
পরাভূত হবে নিখুঁত অমাবস্যাও।

কেবল সেকারণে হলেও
তোমার কাছে অবহেলা চাই
আমাকে অবহেলা দিও।
১৪.০৫.২০২৩