তোমার দিকে তাকালে পৃথিবীর দূরত্ব বেড়ে যায়।
সুইসাইড নোট বিচ্ছেদ ডিভোর্সের সংখ্যাও
বাৎসরিক জনসংখ্যা-বৃদ্ধি-হারের একতৃতীয়াংশ।
নিউইয়র্কের শীতলতা
মোটেই আর্দ্র করতে পারেনি চোখের আগুন।
পদ্মাসেতুর মতো আমাদের মধ্যকার সেতু নেই বলে
সমুদ্র সাঁতরেও কঠিন প্রতিবন্ধকতা আইসবার্গ।
আমাদের জেনে রাখা উচিত এরচেয়েও কৌতুহলী বিষয়:
এক।
টাইটানিক জাহাজের নবপরিচিত প্রেমিকপ্রেমিকারা
নীলতিমির মতো মহাসাগর পাড়ি দিতে অবশেষে
পেরেছিল কিনা
মজনুর শেষ সমাধিস্তম্ভে
ঝলসে ওঠেছিল কিনা কোমলমতি লায়লীর
হীরের আংটি।
দুই।
ধূমুল পাহাড় থেকে সাগরের
মহাকাশ থেকে পাতালের
অতীত থেকে বর্তমানের
ইতিহাস থেকে ঐতিহ্যের
আধুনিক থেকে আদিমকালের
তোমার থেকে আমার। এইসব
অপরিমেয় দূরবর্তিতা কি কোনোভাবেই মিলনাত্মক নয়—
বিপ্রতীপ কোণের মতো কি ভালোবাসাও কেন্দ্রীভূত হয়?
০৩.০৭.২০২৩