এমনও তো গিয়েছিল দিন, বহুদিন
ত্রিভাঁজ চিঠি আর ভালোবাসাহীন।
তোমাকে হারিয়ে নিশাচর
      নির্ঘুম।
অকালে ফুরিয়ে যাওয়া বকুলের ঘ্রাণ
পদ্মকুসুম।
আমাদের ঠোঁটে হিমশৈলের মতো
জমে উঠেছিল গীতিকবিতা
প্রেম বিরহের গান। অথবা
তেরো শতেক নদীর কলতান।
তারপর একদিন—
তপ্ত শিলাস্তরের নিম্নভাগে
হলুদ পাখির মতো বেদনারও
ভোরের হাওয়ার গতিবেগে
সমস্ত শরীরের লোমকূপ,
নক্ষত্র পতনের মতো জাগে।
ততক্ষণে থেমে গিয়েছিল পাখিদের গান
আমাদের তোরো শতকে নদীর কলতান।
এমনও তো গিয়েছিল দিন, বহুদিন
তুমি আর আমি; শুধু ভালোবাসাহীন।