ঘাসের সবুজে খুঁজে পাই তোমার
শেষ বসন্তের নিটোল পদচিহ্ন
মেঘের মতো শুভ্রতা, জলছাপ।
বর্ষার ফুটন্ত পাতার স্নিগ্ধতা
তোমার উঠোনে শিশিরের মতো
ভোরের বাতাসে ছড়ায়
সুরম্য জৌলুস।
তোমাকে খুঁজে পাই মেঠোপথে
ফুলের সুনিবিড় পাপড়ির
অন্তর্বাসে, ডালিমের ছায়াঘন
যৌবনেও পেয়েছি বহুবার
বহুকাল বহুদিন।
গোধূলির রাংতা আকাশের মতো
তোমাকে খুঁজে পাই নক্ষত্রে
নীলিমার নীলে, বর্ণিল আকাশে।
দ্বীপের মতো তোমাকে শতবার
এঁকেছি তুলির আঁচড়ে;
প্রতিটা ব্যর্থ চুম্বনে খুঁজে পাই
তোমার নিজস্ব তোমাকে।