আমাদের পুরোনো পথের মোড়ে শ্বাপদের
ভোজনোৎসব, সুনির্মিত বার্লিন প্রাচীর।
নিউটনের মধ্যাকর্ষ অভিকর্ষের বিপরীতে
এখন প্রেম-নিরোধের কঠিনসূত্র
আমাদের পাঠ।
সন্নাসীর মতো বৈরাগ্যবাদ আমাদের
দিবারাত্রির বুকে তুলে সংগীতের আবহ।
পাহাড়ি ঝরনা এখন আমাদের কাছে
বিষাদের প্রতীকী মূর্তি।
নদীর জলে অগাধ বিশ্বাস গচ্ছিত রেখে দেখেছি
তার সবটুকু সমুদ্রের বুকে ফিরে আসেনি
পরিযায়ী পাখির মতো।
আমাদের রিলেশনের পুনর্বিন্যাস পুনর্গঠন
হবে কি হবে না এনিয়ে বৈজ্ঞানিক বিশ্লেষণ নেই
তবে কাচের টুকরোর মতো আমাদের হৃদয় বিদীর্ণ
বিষাক্ত বিপন্ন— এমনকি বিনির্মানেও সন্দিহান
তাও আমরা পুরোপুরি জেনে গেছি।
আমাদের পিওর ভালোবাসার ক্রমবিবর্তনের ইতিহাস
হয়তো নার্সিসাসের মতো অভিনব আত্নকেন্দ্রীক
যেনো ইন্দ্রজালিক সমাকীর্ণ শ্বাপদসংকুল।
আমাদের হতভাগ্য প্রেমের দেয়ালে দেয়ালে এখন
অনুষঙ্গ মনসিজের জরাজীর্ণ এপিটাফ
চৈনিক কাকের মতো।