তোমাকে উন্মাদের মতো অনর্গল ডাকছি
তুমি ক্রমশ দুইযুগ সরে যাচ্ছ আহা,
আমাকে শুনেও যেমন শুনতে পাচ্ছ না।
বাসটার্মিনাল থেকে তোমাকে পতাকার মতো
হাত উঁচিয়ে অনবরত ইশারা দিচ্ছি। তবুও
তোমার দৃষ্টিকোণে আমি কিঞ্চিৎ আটকে থাকিনি
তুমি সেখানে বাতাসের বেগে চলে যাচ্ছ অপলক।
আমাকে দেখেও অদেখার মতো থেকেছ
যেমন দেখতে পাচ্ছ না।
তোমাকে পাগলের মতো কাদাজলে এঁকেছি
মোনালিসার চিত্রকর্মের চেয়েও নিখুঁতভাবে
তুমি তাচ্ছিল্যের ভাব নিয়ে বিপরীতে চলে যাচ্ছ আহা,
আমার নির্মাণশৈলী মোটেও বুঝতে পারছ না।
(ছিল আফ্রোদিতির প্রতিমাশিল্পের মতো অবিকল)
তোমাকে কোকিলকণ্ঠে অনর্গল ডাকছি
তুমি ক্রমশ দুইযুগ সরে যাচ্ছ আহা,
কাছে থেকেও যেমন শুনতে পাচ্ছ না।