সুখী হও। যতটা সুখী হলে পুষ্পোদ্যানে
আমাদের কোমল হাতের স্পর্শ স্মৃতিচারণ নাহয়
আকাশে উড়ন্ত শঙ্খচিল দেখে যাতে না বলো—
'দ্যাখ, দ্যাখ, ঐযে কবি জীবনানন্দের শঙ্খচিল।'

জ্যোতিষ্মান নক্ষত্রের মতো ততটাই সুখী হও
যতটা সুখী হলে
প্রেমের চেয়েও সাংসারিক জীবন মনেহয় সর্বোত্তম
তোমার উঠোনের রেইনট্রি গাছের মতো
আকাশছোঁয়ার সাহসিকতাও তোমার হোক।
হেমন্তের পরিপক্ব ধানের মতো
তোমার দাম্পত্য জীবনেও নেমে আসুক
শিউলি ফুলের পুষ্পল; ফাগুনোৎসব।

তোমার যাবতীয় বেদনাবিধুর বিভীষিকা দিবারাত্রি
কেবলই আমার হোক। (এ আমার অধিকার)

সুখী হও জোছনারাতের মূর্ছিত আকাশের মতো
সুখী হও মহাকাশের প্রোজ্জ্বল তারকার মতো
সুখী হও বসন্তকালীন কোকিলের কুহু কুহু গানের মতো
সুখী হও আষাঢ়-শ্রাবণের ক্যারগেট টিনের ধ্বনির মতো
সুখী হও মুগ্ধ বাগানবিলাসের নন্দিত পাপড়ির মতো

তুমি সুখী হও, সুখী হও। ততটাই সুখী হও
যতটা সুখী হলে নিজেকে মনেহয় পরমেশ্বরী।
২৫.০৬.২০২৩