একবার ভিখারির হাতে ছিল আমার শূন্য হাত
একবার ধ্বংসের খুব কাছাকাছি ছিল
আমার দুটো চোখ, একবার কেবল একবার
সাফল্যের চূড়ায় পৌঁছেছিল আমার আঙুল
তবুও মুঠোয় নিলাম সমস্ত ব্যর্থতা-পরাভব।
একবার গোলাপের দিকে তাকিয়ে
তরুণী বা সৌন্দর্য কীসের মতো বুঝেছিলাম।
কেবলই একবার কবিতার হাতে পরিয়েছিলাম
অজর পঙক্তি। কেবল একবার কবি হয়ে
সামান্য কবি হয়ে উঠেছিলাম তোমার জন্য
একবার হীরের আংটি ভেবে তোমাকে
হাতের মুঠোয় পরেছিলাম। এছাড়া
আমার নিজস্ব কোনো সাফল্য নেই অনিন্দিতা।