তুমি অজস্র লোকসাহিত্যের পুনর্জাগরণ-
প্রাচীনকালের সুকর্ষ জমিনের
একখণ্ড প্রকর্ষ কবিতা।
অলিখিত আদিম ভাষা, প্রথম বর্ণমালা;
সুবিন্যস্ত শব্দের উৎসমূলে তোমাকেই
করে নিয়েছি অগণিত পাঠ, সুগভীর।
মিসিসিপি নদীর জলপ্রবাহের মতো
তোমার হৃদয়ে মৌলিক তৌর্যত্রিক
সুলেখ্য ধ্বনি-প্রতিধ্বনি।
ব্যাবিলন/সুমেরীয় সভ্যতার অপরিমেয়
ইন্দ্রজাল, যাদুবিদ্যার তন্ত্র-মন্ত্র
তোমারই হাতের মুঠোয়। হতবিহ্বল।
তোমারই হরিণা চোখের ইন্দ্রজালে সহস্রবার
হারিয়েছি ঠোঁট-চোখ-মুখেরও প্রাঞ্জল ভাষা।
তখন থেকেই প্রথম প্রাদুর্ভাব 'ভালোবাসা'।
২৯.০৮.২৩