যদি ভালোবাসা পাই
নিকুঞ্জের সমস্ত কাঁটাবিহীন গোলাপের ঝোপঝাড়
সোনালি মাছের নন্দিত অ্যাকুরিয়াম,নির্জন পাহাড়ের
প্রবাহমান সুশীতল ঝরনার উচ্ছলিত চঞ্চল জল
শ্যাওলাবিহীন পুকুর, দীঘির নীলপদ্মও হবে তোমার।

যদি ভালোবাসা পাই। তোমাকে ভালোবেসে নীলিমার
নীল হয়ে থেকে যাব বিস্তীর্ণ আকাশের ছায়ানীড়,
শীতের সকালের রোদ্দুর হয়ে
উষ্ণ-আলিঙ্গনে আবদ্ধ হব তোমার বাহুমূল,
গোধূলির রাংতা কবিতা, তাবৎ কবির উপাখ্যান
যেন অবলীলায় হয়ে যাবে তোমার।

যদি ভালোবাসা পাই
আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জ হবে তোমার,
কাঠফাটা রোদের অকাট আক্রমণ থেকে
প্রতিরোধক হিসেবে সুনির্দিষ্ট নিরাপদ ছায়া-তাঁবু,
নারকেল পাতার আড়ালে
রোদেলা সূর্যাস্ত, সেন্ট মার্টিনের ভাসমান
নৌকোগুলোও হবে তোমার।

যদি ভালোবাসা পাই। তোমার মসৃণ করতলে
তুলে দেব জোছনার রূপবতী চাঁদ,
বিদেশি গিটারে বেজে ওঠে যে নস্টালজিক টিউন
মাইক্রোফোন, রাবীন্দ্রিক কথাকলি, সিনেপ্লেক্স
প্লেনের টিকিট, আমার যাবতীয় রোমান্টিক
কবিতাও হবে তোমার।

যদি ভালোবাসা পাই। যদি একবার ভালোবাসা পাই—
আসমুদ্রহিমাচল তোমার সুনিপুণ আঙুলের ডগায় তুলে
দিয়ে সজোরে বলব, তোমাকে বাতুলের মত ভালোবাসি
১১.০৫.২০২৩