কালোত্তীর্ণ নক্ষত্রের মতো ঝরে গেছো তুমি
তোমার কীর্তিগুলো অনির্বাণ
কুশিয়ারা নদীর ঢেউয়ের মতো আজো চলোর্মি।
তুমি নেই তবু
সুগন্ধি কর্পূরের মতো দখিনা বাতাসে
তোমার দেহের ঘ্রাণ খুঁজে পাই মেঠোপথে—
জানালার পাশে।
সুপ্রাচীন হোয়াংহো নদীর মতো
এইসব পদাবলি স্মৃতিগান
তোমারে বসন্তকোকিলের মতো
নির্বেদে করে আহবান।