তুমি বইয়ের পাতায় নিমগ্ন থেকে তন্ময় হয়ে
জানলে: পৃথিবী থেকে চাঁদের দূরত্ব এবং সূর্য থেকে
পৃথিবীর দূরত্ব কত কোটি কিলোমিটার।

অথচ আমাদের হৃদয়ের দূরত্বের পরিধি
ভেতরকার মনোমালিন্যের পরিব্যপ্তি
পৃথিবীর কোনো জ্যোতির্বিজ্ঞানীর জানা নেই।

আমাদের হৃদয়ের দূরত্বের পরিধি কত
তুমি কি জানতে পেরেছো?