দহনকালে পরিচিত স্টেশন
দুর্গম নগরীর মতো পরাশক্তির দখলদার।
আধভাঙা নৌকোর মতো আসন্ন ঝড়ের
মুখোমুখি হয় অপ্রসন্ন কটেজ।

এইসব বিপদের দিন
দহনের দিন,
নিজের বিশ্বস্ত চোখও নিজেকে
চিনতে করে ভুল। ট্রেনের টিকিট হালকা
বাতাসে উড়ে যায়, হারিয়ে যায় প্রেমিকার
ভুল বানানে লেখা অন্তিম চিঠি।

দহনকালে
মোনালি গিটারও বেজে ওঠে না মোহনিয়া সুরে
ঘাসরঙা স্বপ্নেরাও হরিৎ ডালপালার মতো ঝরে
অকালে।