প্রেমিক বললেন—
নবজাতক কবুতরের মতো প্রতিটা লোমকূপে
তোমার জন্য ভালোবাসা এবং অপরিবর্তনীয়।
দার্শনিক বললেন—
জীবন সংকীর্ণ, মানবিক প্রীতি ভালোবাসা
প্রস্তরীভূত সমকাল থেকে নয়-পূর্ববর্তী অথবা
পরবর্তী। অতএব প্রথমেই নিজেকে জানো,
তারপর জেনে নাও বিস্তীর্ণ পৃথিবী। মানুষ।
কবি বললেন—
হাতের মুঠোয় পারত্রিক যাদুবিদ্যা, হীরকখণ্ড
তোমার জন্য কিনে নেব টাইটানিকের মতো
কমপক্ষে ৭০০ হাজার বিলুপ্ত জাহাজ।
কেবল রাজমুকুট নয়—
তোমার শাসনাধীনে থাকবে জলের সোনালি শহর
তোমার দখলে থাকবে পৃথিবীর সমস্ত গ্রাম নগর
মহানগর। এমনকি অনিয়ন্ত্রিত অগণিত ছায়াপথ
বিশালাকার পর্বতশ্রেণী, অ্যন্তার গ্যালাক্সিও৷
জ্যোতির্বিজ্ঞানী থেকে শুরু করে জনসাধারণের
বৈচিত্র্যময় মতবাদের পর
তুমি বললে—
কবি মশাই। কবিতা লিখে জীবন চলে না,
যতোটা সম্ভব টাকাপয়সা আর ডলার কামাও
টাকার অভাবে ভালোবাসাও মরে যায়।