—ভালো থেকো।
—আমি তো ভালোই থাকবো। কে বললো আপনাকে আমি বিষণ্ণ থাকবো। ওই টাইপের প্রেমিক তো আমি না,যে কিনা সিগারেট আর মদের বোতল হাতে নিয়ে পাগলামো করবে কিংবা মুদি দোকান থেকে নির্জলা বিষ এনে বালিশের নীচে রেখে,ভালোভাবে দরজা আটকে সজ্ঞানে সেটা পান করবে এবং প্রেয়সীর নামে রেখে যাবে একটা বিদায়ী ক্ষুদ্র-চিঠি। হা হা হা!
—তখন কি বলা উচিত ছিলো 'একটু কষ্টে থেকো?'
—হুম। এটাই তো বলা উচিত। বিচ্ছেদ মুহূর্তে এরচে দারুণ বাক্য আর কী হতে পারে! ওই বাক্যটা আপনার কণ্ঠে বেশ মানিয়েছে। এরপর, জীবনে এরকম যতোটা বিচ্ছেদ ঘটবে বা ঘটাবেন সবটাতে ওই বাক্যটা বলতে
কিন্তু ভুলবেন না। মনে থাকবে?
|। একটু কষ্টে থেকো।| অনন্য কাওছার