জীবনখানি নয়তো তোমার
আল্লাহ তায়ালার দান
জীবন নিয়ে করছো খেলা
করছো অবসান
কেন তুমি থাকছো ভুলে
নিজের পরিচয়
দিনে দিনে কেন তুমি
করছো জীবন ক্ষয়
হৃদয় মাঝে নেইকি তোমার
আল্লাহ তায়ালার ভয়।
হিসেব তোমার দিতে হবে
অনু পরিমাণ
দ্বীনের পথে কেমন তুমি
রাখছো অবদান
কেন তোমার জীবন নিয়ে
চলছো ভিন্ন পথ
কেন তুমি দ্বীনের কাজে
করছো ভিন্ন মত
হৃদয় মাঝে নেইকি তোমার
মরনে-ই ভয়।
সময় থাকতে জীবন খাতা
নাও সাজিয়ে
কোরআনের আলো দিয়ে
নাও রাঙিয়ে
জীবন নিয়ে কেন তোমার
মিথ্যে অভিনয়
হৃদয় মাঝে নেইকি তোমার
পরকালের ভয়।