বিদ্যালয়ে যাচ্ছে খোকা
পড়ালেখা করতে
পড়ালেখার মধ্য দিয়ে
দীপ্ত জীবন গড়তে।
কিন্তু খোকার কিযে হলো
বিদ্যালয়ে গিয়ে
পাড়ার মাঝে ব্যস্ত থাকে
ঝগড়াঝাটি নিয়ে।
দিনে দিনে খোকার বয়স
বাড়ছে যতো দেখি
আলোর প্রদীপ নিভু নিভু
স্বপ্ন সবই মেকী।
খোকা এখন অনেক বড়
ক্লাস দশমে পড়ে
পড়ালেখার ধার ধারেনা
নেশায় থাকে পড়ে।
বললে কিছু উল্টো বলে
করবো আমি পাশ
কি প্রয়োজন পড়াশুনার
প্রশ্ন যেথায় ফাঁস।
দেখবে তুমি প্লাস পেয়ে
যাবো আমি কলেজ
দেখবে তুমি অপবিদ্যায়
বাড়বে আমার নলেজ।