নীল আকাশে নীল রঙের
উড়াই আমি ঘুড়ি
নীল আকাশে চাঁদেরহাটে
চরকা কাটে বুড়ি।

নীল আকাশে মেঘবালিকা
এদিকওদিক যায়
নীল আকাশে উড়ে উড়ে
পাখিরা গান গায়।

নীল আকাশে তারকারা
মিটিমিটি জ্বলে
নীল আকাশে রঙধনুটা
মনের কথা বলে।

নীল আকাশের মতো যদি
জীবনখানি হতো
নীল আকাশের মতো করে
সুখে থাকা যেতো।