জীবন চলার পদে পদে
করছি সদাই ভুল
পাপের পাহাড় উঁচু হয়ে
আকাশ সমতুল।
পাপ করেছি রাশি রাশি
পাপ হয়েছে জমা
পাহাড়সম পাপ করেছি
চাইছি এখন ক্ষমা।
প্রভুর কাছে হাত তুলেছি
পানাহ আমি চাই
প্রভু তোমার রহম দিয়ে
পাপ করে দাও ছাঁই।
জীবন আমার শুদ্ধ করে
চলার সুযোগ দাও
আমায় তুমি ক্ষমা করে
কাছে টেনে নাও।