আগাম বৃষ্টি জাগান দিলো
গোলা থাকবে শুন্য
পাপের জগত ভারি সবার
বাড়াও সবাই পুণ্য।
খোদার দেয়া জীবন পেয়ে
ভুলছি সবাই তারে
তাইতো তিনি হঠাৎ হঠাৎ
সজাগ করে ছাড়ে।
একটুখানি বিপদ এলেই
খোদার কাছে ছুটি
বিপদ সবার দূরে গেলে
চলে আবার ত্রুটি।
সবাই যদি জীবনখানি
খোদার পথে চালাই
খোদা তখন রহম দিয়ে
দূর করবেন বালাই।