একাত্তরের দিনগুলোতে
আবহাওয়া হয় বৈরি
স্বাধীনতার ইতিহাস হলো
মার্চ মাসেতে তৈরি।

পাকহানাদার হামলা করে
খাল বিলেতে লাশ
পাকহানাদার না সরিলে
কেমনে যাবে বাস।

শপথ নিলো মাকে ছুঁয়ে
দামাল ছেলের দল
রণাঙ্গনে শ্লোগান তুলে
ভয় করিনা নল।

রণাঙ্গনে দামাল ছেলে
জীবন রাখে বাজী
বিজয় আনতে রণাঙ্গনে
শহীদ নয়তো গাজী।

অবশেষে আঁধার কেটে
আসলো বিজয় দিন
সবার মুখে ফুটলো হাসি
বাজলো সুখের বীন।