নিজের বেলায় ষোল আনা
পরের বেলায় শূন্য
এমন নীতি চলছে যেথায়
হয়কি তাহা গণ্য।

নিজের স্বার্থ হাসিল করতে
পরের জীবন নাশ
এমন সমাজ গড়ছে যেথায়
যায় কি করা বাস।

নিজের স্ত্রীকে ঘরে রেখে
পরের সাথে প্রেম
নিজের স্বার্থ বজায় রেখে
চলছে সদা গেম।

পরের বেলায় যেটা হারাম
নিজের বেলায় ভালো
এমন সমাজ চলছে বিদায়
হচ্ছে সমাজ কালো।