মন্দ কাজে অন্ধ পূজা
অন্ধ সবার চোখ
অন্ধকারে ঢিল মেরে
খুঁজছে সবে সুখ।
মরিচিকার পিছে যারা
ছুটছো ঘোড়া নিয়ে
তারা দেখ আটকা হবে
চোরাবালিতে গিয়ে।
নামাজ রোযার ধার ধারনা
ধরছো মারিফত
খোদার দেয়া বিধান ছেড়ে
চলছো ভিন্নমত।
অনেক মানুষ পায় না খেতে
দাওনা তাদের টাকা
পীর বাবাদের মাজার গিয়ে
পকেট করো ফাঁকা।
কবর মানুষ টাকা দিয়ে
করবে বলো কি?
তোমার জন্য পীরের বংশ
খায় যে বসে ঘি।