রাতের আঁধারে
মশা গান গায়
মশার গান শুনে
ঘুমানো যে দায়।

মশার তাড়া খেয়ে
ঢুকে সবে খাঁচায়
মশা সেথায় ঢুকে
সবাই কে নাচায়।

মশা মিয়া রক্ত চুষে
নেই তাহার ডর
মশাকে মারতে গেলে
গালে পড়ে চড়।