বৌদ্ধ ভিক্ষু জ্বালিয়ে দিলো
রাজ্য আরাকান
লাশের পাহাড় গড়লো সেথা
মেরে মুসলমান।

কীটপতঙ্গ,মানব হত্যা
বৌদ্ধ ধর্মে পাপ
তাহলে কেন হচ্ছে লাশ
মানব নিষ্পাপ।

আরাকান কে শূন্য করতে
জ্বালিয়ে দিচ্ছে বাড়ি
রোহিঙ্গারা জীবন রক্ষায়
সাগর দিচ্ছে পাড়ি।

পালিয়ে তারা কোথায় যাবে
পিছনে দস্যু হানা
ওপার থেকে ঘোষণা হলো
সেথায় যেতে মানা।

সাগর মাঝে ভাসছে মানব
করছে আর্তনাদ
তাদের পাশে কে দাঁড়াবে
কোন সে সিনবাদ।

মানবতার মুখোশদারীদের
কন্ঠ কেন বন্ধ
মুসলিম নিধনে তারা যেন
হয়ে যায় অন্ধ।

মুসলিম তো ভাই ভাই
এগিয়ে আসি সব
রক্ত খেলা বন্ধ করতে
তুলি কলরব।