ছুটছি
কোথায়
আমরা
সবাই
কোথায়
চলার
শেষ।
কেন
এতো
পথ
যাত্রা
যাবে
কোন
দেশ।
করছো কি
ভাবছো না
চলছো
একা একা।
পথ হারিয়ে
আসবে পথে
খাবে যখন
ধোঁকা।
কিসের
পিছে
ঘুরছো
তুমি
মরিচিকা
সব।
ক্লান্তি
যখন
ভর
করবে
ডাকবে
তখন
রব।