ভালবাসা যেন আকাশের চাঁদ
জ্যোৎস্না ছড়িয়ে মিটায় স্বাদ।

ভালবাসা যেন দিনের রবি
ভোরে উঠে সন্ধ্যায় যায় ডুবি।

ভালবাসা যেন আকাশের বৃষ্টি
যেথায় ঝরে তৈরি হয় নব্য সৃষ্টি।

ভালবাসা যেন দিনের আলো
ক্ষণিক খারাপ ক্ষণিক ভালো।

ভালবাসা যেন জলতরঙ্গ
জোয়ার ভাটা যার নিত্য সঙ্গ।

ভালবাসা যেন পাহাড়ের ঝর্ণা
যাহার রূপের যায় না বর্ণা।

ভালবাসা যেন মায়ের আদর
দুঃখ সব লুকিয়ে সুখের চাদর।