শীতের বার্তা নিয়ে এলো
হেমন্তের-ই মাস
ভোর সকালে স্নান করে
পথের দুর্বাঘাস।
বাজার হাটে ভির জমেছে
কিনছে সবে জামা
হাড় কাঁপানো শীত এসেছে
যায় না পথে নামা।
গরম জামা পরে সবাই
করবে দিনের কাজ
নিত্য নতুন জামায় সবে
পরবে নতুন সাজ।
ধনী যারা এ'সির ভিতর
লাগে না যে শীত
নিঃস্ব যারা উদোম গায়ে
কাঁপে তাদের পীত।
শীতের দিনে কমল গায়ে
ঘুমাও তুমি সুখে
রাস্তার পাশে উদোম গায়ে
টোকাই থাকে দুখে।
শীতের দিনে পাশে দাড়াও
দুঃস্থ গরীব মাঝে
গরম কাপড় বিলিয়ে দাও
লাগো পুণ্য কাজে।