খুকুমণি বলো না আমায়
কখন পুতুল বিয়ে
সাজবো কি নতুন জামায়
বরের বেশ নিয়ে।
হা হা হা- কি বলছো দাদু
করবে তুমি বিয়ে
দেবো না পুতুল আমার
বুড়োর সাথে বিয়ে।
বুড়ো হলে কি হয়েছে ভাই
আছি চটপটে
বলছি বুড়ো দেবো না বিয়ে
তুমি ঝগড়াটে।
ঝগড়া বলো কার সাথে করি
কে আছে মোর ঘরে
মিথ্যা বলে লাভ হবে না বুড়ো
বুড়ি শুনতে পারে।
এমন খবর শুনলে বুড়ি
বিচার বসাবে হাটে
বুড়ো, বুড়ির ঝগড়া তখন
ছড়িয়ে পরবে মাঠে।
পুতুল আমার বিয়ে দেবো
ঠিক করেছি বর
পাশের বাড়ির রিনির কাছে
আছে পুতুল বর।
সামনের শনি তে বিয়ে হবে
এসো বুড়ো খেতে
বালুর ভাত আর ঘাস ভাজি
তুলে দিবো পাতে।