পাক ভারতে লাগছে লড়াই
দেখবে সবাই ঢং
দুই দেশেরই মানুষ মরবে
হাসবে বসে সং।
বিশ্ব মোড়ল কর্তা হতে
ফন্দী আঁটে বেশ
আগুন মাঝে ফুঁ দিয়ে
বাড়ায় রেশারেশ।
দুই দেশেরই শক্তি অনেক
জানে বিশ্ব কর্তা
লড়াই হলে দু'দেশ মাঝে
হবে তারা ভরতা।
ট্যাংক বোমাতে লড়াই হবে
রক্তে হবে লাল
দু'দেশ যদি যুদ্ধ বাধায়
চলবে কতোকাল।
যুদ্ধ দেখতে চায় না মানুষ
চায় যে সবাই শান্তি
যুদ্ধ মাঝে শান্তি খোঁজা
সবচেয়ে বড় ভ্রান্তি।