লিখতে গিয়ে
থমকে দাড়াই
কলম হলো ভোঁতা
সর্ব অঙ্গে
রোগ ধরেছে
ঔষধ দিবো কোথা।
সমাজ নিয়ে
লিখতে গিলে
বন্ধ হয় চোখ
রন্ধ্রে রন্ধ্রে
ঘুন ধরেছে
খাচ্ছে ঘুনপোক ।
লিখতে গেলে
মানবতা
অশ্রুতে ভিজে বুক
সবদিক থেকে
কান্না আসে
রক্তে ভাসে সুখ।