কবিতা তো নয় যেন
ফুলের আসর
মৌটুসিরা গড়ে তুলে
স্বপ্নের বাসর।
প্রতিক্ষণ সেখানে
মৌটুসির দলে
গুন গুন গান করে
অবিরত চলে।
মৌটুসিরা ফুল কাননে
ব্যস্ত সব
সারাক্ষণ মধু সংগ্রহে
চলে কলরব।
মধু সংগ্রহে যদি
করে কেউ ভুল
আদর সোহাগে সে
ফিরে পায় কূল।
হিংসা বিদ্বেষ দেখ
নেই কারো মনে
মধু ভরা চাক তাই
বাড়ে দিনে দিনে।
কবিতার কানন আজ
সাজে সজ্জিত
মৌটুসিরা আসর পেয়ে
হয়েছে প্রীত।