মনটা আমার  খোঁজে শুধু
বুড়ো দাদুর খোঁজ
দাদুর সাথে গল্প হতো
মজার মজার রোজ।

দাদুর মুখে ভুতের গল্প
সত্য মনে হতো
গল্প শুনে রাতের বেলা
ভয় পেয়েছি কতো।

দাদুর কাছে হাসির গল্প
বায়না ধরে শুনতাম
গল্প শুনে হাসতে হাসতে
গড়াগড়ি খেতাম।

দাদু যখন কষ্টের গল্প
করতেন আমার সাথে
কষ্ট গুলো সত্যি হয়ে
অশ্রু ঝরতো তাতে।

দাদু তাহার বাহাদুরির
গল্প শুনাতেন
জীবন যুদ্ধে বড় হতে
সাহস যোগাতেন।

দাদু আমার হারিয়ে গেলেন
পাইনা তাহার খোঁজ
দাদুর স্মৃতি মনে পড়লে
অশ্রু ঝরে রোজ।