ইচ্ছে করে সাহস নিয়ে
অনেক কিছু করি
ইচ্ছে করে সবার কাছে
মনের কথা বলি।
ইচ্ছে করে পাখি হয়ে
আকাশ পথে ঘুরি
ইচ্ছে করে ঘুড়ি হয়ে
হাওয়ার সাথে উড়ি।
ইচ্ছে করে গায়ক হয়ে
রবের কথা বলি
ইচ্ছে করে দ্বীনের পথে
স্বাধীন ভাবে চলি।
ইচ্ছে করে শিল্পী হয়ে
স্বপ্নগুলো আঁকি
ইচ্ছে করে কবি হয়ে
স্বপ্নগুলো লিখি।
ইচ্ছে করে নাবিক হয়ে
সমুদ্র দেই পাড়ি
ইচ্ছে করে পাইলট হয়ে
মঙ্গলে করি বাড়ি।
ইচ্ছে করে বিজ্ঞানী হয়ে
করি কিছু আবিষ্কার
ইচ্ছে করে খেলোয়াড় হয়ে
পাই অনেক পুরুষ্কার।
ইচ্ছে করে ফুল হয়ে
ছড়াই সুঘ্রাণ
ইচ্ছে করে ভ্রমর হয়ে
গাই রবের গান।
ইচ্ছের খাতা শেষ হবে না
ইচ্ছে অফুরান
ইচ্ছে গুলো পিছনে রেখে
হচ্ছি আগুয়ান।
তারপরও স্বপ্ন দেখি
কিছু ইচ্ছে দেবে না ফাঁকি
শেষ অবধি ইচ্ছে নিয়েই
যাবো গোরস্থান।