আমার দেশে ফলে কতো
মজার মজার ফল
এসব খেলে শরীর মাঝে
বাড়ে শক্তি বল।
গ্রীষ্মকালে ফলে দেখো
রং বেরঙ্গের ফল
আম,কাঠাল,জাম,পেয়ারা
মজার আতাফল।
রাজশাহীতে হরেক রকম
আমের ফলন হয়
ফজলী,লেংরা,রাণী খেলে
জ্বীহবাতে স্বাদ রয়।
কাঠাল হলো ফলের রাজা
গ্রীষ্ম কালে ফলে
একটা খেলেই সারাটা দিন
স্বস্তিতে দিন চলে।
মধু ভরা ফলের রস
খেতে যদি চাও
শ্রীমঙ্গল একবার এসে
আনারস খেয়ে যাও।
আরো পাবে বেল,তাল
তরমুজ, আখের জল
তৃষ্ণা পেলে খেলে তাহা
মন হয় চঞ্চল।
হরেক রকম ফলের বাহার
পেপে, বরই,লিচু
কমলা, বাদাম, কলা,ডাব
আরো অনেক কিছু।
ঋতু ভিত্তিক কতো ফল
নাম না জানা আছে
পশু পঙ্খী এসব খেয়ে
জীবন তাদের বাঁচে।
খোদার দেয়া এসব নেয়ামত
খাচ্ছি মোরা যারাই
এসো মিলে খোদার কাছে
শুকরিয়া সবে জানাই।