যদি তুমি মানুষ হও
মানুষের পাশে দাড়াও
অসহায় আর বঞ্চিতদের
কাছে টেনে তুমি নাও।
কতো মানুষ পথে পথে
চলছে ঊদোম গায়
কতো মানুষ হাটছে দেখো
জুতো বিহীন পায়।
যদি তুমি মানুষ হও
মনুষ্যত্বকে জাগাও
নতুন জামা, জুতো নিয়ে
তাদের পাশে দাড়াও।
কতো মানুষ রাত্রি ঘুমায়
খোলা আকাশের নিছে
তাদের কাছে সুখের জীবন
স্বপ্নের মতো মিছে।
যদি তুমি মানুষ হও
বিবেক তোমার জাগাও
সম্পদ থাকলে তাদের জন্য
আশ্রয়খানা বানাও।
কতো মানুষ জীবন বাঁচায়
বাসি খাবার খেয়ে
মনের সুখে হাসে তারা
অল্প খাবার পেয়ে।
যদি তুমি মানুষ হও
বোধশক্তি দেখাও
তাদের মুখে খাবার দিয়ে
স্বর্গীয় সুখ পাও।