তুমি যদি তরুণ
ঘুমিয়ে থাকো
জাতিকে জাগাবে কে?
তুমি যদি ক্লান্তিতে
বসে থাকো
হানাহানি থামাবে কে?
তুমি যদি হতাশ হয়ে
নিস্তব্ধ থাকো
স্বপ্ন দেখাবে কে?
তুমি যদি ভীতু হয়ে
লুকিয়ে থাকো
শান্তি ফিরাবে কে?
জাগ্রত হও, জাগ্রত হও
জেগে উঠো
হে বীর সেনানী,
তুমি কি ভাবনা!
লক্ষ শহীদেরা
করে গেছে মোদের ঋনী।