ঈদের খুশি চতুর্দিকে
পড়ছে যে হইচই
খোকা দেখো কাঁদছে বসে
নতুন জামা কই।

গায়ে আমার ছিঁড়া জামা
পড়ছি অনেক দিন
নতুন জামা কিনে দিবা
বলোনা কোন দিন।

রিক্সা চালায় মনু মিয়া
খাবার নাহি জুটে
কি করে যে খোকার মুখে
হাসির রেখা ফুটে।

এমন সময় করিম চাচা
ডাকলেন মনু মিয়া
হাসছেন তিনি মনের সুখে
হাতে সওদা দিয়া।

খুশিতে আজ মনু মিয়ার
চোখে ঝরছে জল
খোদা আছেন সবার পাশে
ইহাই তাহার ফল।

করিম চাচা বললেন মনু
ঈদে এসো বাড়ি
সবাই মিলে খুশির ঈদ
নেবো ভাগ করি।

করিম চাচার মতো যদি
বিত্তবানরা হতো
গরীব মানুষের জীবন থেকে
দুঃখ চলে যেতো।