পূর্ব দিগন্তে মহাদুর্যোগের ঘনঘটার আভাস
দক্ষিণ প্রান্ত হতে সংকেত নিয়ে আসছে দক্ষিণা বাতাস।
এ যেন মহাপ্রলয়ংকারি সব কিছু ছিন্নবিন্ন করে দেবে
ধুলুর সাথে মিশিয়ে দেবে স্বপ্নে তৈরি করা রাজপ্রাসাদ।
সে আসছে সবকিছু করে দিতে শেষ,
কোন শক্তি আটকাতে পারছে না
অনেক স্বপ্নচারীর শেষ ইচ্ছেটাও পুরণ হতে দেবে না।
বারবার বেজে উঠছে বিপদ সংকেত
নিরাপদ আশ্রয়স্থল খুঁজো
পলায়ন করে কোথায় পালাবে
জীবনের মানে কি বুঝো।
অনেক আগেই সংকেত দেয়া হলো
কোন প্রস্তুতি নেওনি
বলেছো এতো অনেক দেখেছি
কখনো তো ক্ষতি হয়নি।
এ দুর্যোগ এমনি আসছে না
এতো পাপের ফসল
সে তার প্রাপ্য নিতে ধেয়ে আসছে
পরিশোধ করতে হবে সুদ,আসল।